রাজনীতি

দ্রব্যমূল্যের দাম কমাতে আওয়ামী সিন্ডিকেট ভাঙা জরুরি: দুলু

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৮:০১:৫৯

0Shares

শেয়ার করুন

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

দুলু বলেন, অতিসত্বর আওয়ামী সিন্ডিকেট ভেঙে, তাদের ঘরানার ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করলেই দ্রব্যমূল্যের দাম কমবে। প্রশাসনের সচিবসহ পুলিশ ও জুডিশিয়াল সবখানে আওয়ামী সমর্থকরা বসে আছে বলেও অভিযোগ আনেন দুলু।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ জেলা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content