বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যেই সংবিধানে সংশোধনী এনেছে পাকিস্তান। দেশটির প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে পার্লামেন্টকে। রোববার (২০ অক্টোবর) রাতভর চলা পার্লামেন্টের অধিবেশনে এ পরিবর্তনের অনুমোদন দেয়া হয়। খবর, আল জাজিরার।
বিশেষ এ সংশোধনীর আওতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেবে পার্লামেন্টারি কমিটি। পাশাপাশি, তিন বছর পর্যন্ত সীমিত করা হয়েছে প্রধান বিচারপতির মেয়াদ। সংবিধানের ২৬তম সংশোধনীর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চলে ভোটগ্রহণ।
ভোটাভুটিতে ৩৬৬টির মধ্যে ২২৫টি ভোট পড়ে সংশোধনীর পক্ষে। বিরোধিতা করে ইমরান খানের দল পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এসআইসি। প্রস্তাব পাসে পার্লামেন্টে ২২৪টি ভোট প্রয়োজন ছিল। দেশটির সরকার বলছে, এই সংশোধনী দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেয়া থেকে বিরত রাখবে।
উল্লেখ্য, দেশটির আগের আইন অনুযায়ী জ্যেষ্ঠতার অনুক্রমে প্রধান বিচারপতি নিয়োগ হতো। পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাবটি পাস হলো এমন সময়ে, যখন দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার অবসরে যেতে বাকী আর মাত্র কয়েকদিন। আগের আইন অনুসারে তিনি অবসরে গেলে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারকই তার স্থলাভিষিক্ত হতেন। তবে এখন থেকে তা আর হচ্ছে না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ