খেলাধূলা

বাংলাদেশ ক্রিকেট দল হারলেও, সেরা সাকিব আল হাসান

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ২:৪৪:২৮

0Shares

শেয়ার করুন

টি-টোয়েন্টিতে জাতীয় দলের পাট চুকিয়েছেন সাকিব আল হাসান। ভারতের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলে নেই তিনি। তবে, খেলার মধ্যেই আছেন তিনি। যুক্তরাষ্ট্রে চলমান টি-টেন ন্যাশনাল ক্রিকেট লিগে সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে।

টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গতকাল রোববার (৬ অক্টোবর) মাঠে নামে সাকিবের দল। আগে ব্যাট করে ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৬ রান তোলে লস অ্যাঞ্জেলেস। জবাবে ৮.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৭ রান করে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স।

ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ১১ বলে অপরাজিত ২০ রান। ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। সাকিবের দলের রান ১২৬ পর্যন্ত নিতে সবচেয়ে বেশি অবদান রাখেন টিম ডেভিড। ২০ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড।

১০ ওভারে ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টেক্সাস নিয়মিত উইকেট হারালেও ডেভিড মালান ও জেমস ফুলারের ইনিংস দলকে ঠিকই জয়ের বন্দরে নিয়ে যায়। বল হাতে টাইমাল মিলস দুই ওভারে ২০ রানে তিন উইকেট নেন। সাকিবও নিজের বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন এদিন। তিন ওভার বল করে ৩৭ রানে দুই উইকেট শিকার করেন তিনি। তবে, সব ম্লান হয়ে যায় মালান ও ফুলারের ব্যাটে। মালান ১৬ বলে ৩৮ করে সাকিবের শিকার হয়ে ফিরে গেলেও ফুলার অপরাজিত ছিলেন ১০ বলে ৩৯ রানে। ম্যাচে সাকিবের অপর শিকার ছিলেন ১০ বলে ২৬ রান করা নিকি কেলি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content