ভারী বর্ষণের জেরে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ, মদিনা, আসির, জাজান, আল-বাহা, হাইল এবং তাবুক অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয়েছে।
বৃষ্টির কারণে, মক্কার রাস্তাগুলো ডুবে গেছে এবং বন্যার পানিতে গাড়ির প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে। এর আগে, জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সতর্কতা জারি করেছিলো।
সৌদি আবহাওয়া বিভাগের প্রতিবেদনে লোহিত সাগরের উপর উত্তর-পশ্চিম বাতাসসহ অব্যাহত অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মক্কা, শারকিয়া, মদিনা ও তাবুকসহ আটটি অঞ্চলে সতর্কতা জারি থাকায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ