সারাদেশ

মালিক শ্রমিকদের কর্মবিরতি, সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৭:৪২:০২

0Shares

শেয়ার করুন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের সকল গণপরিবহন মালিক শ্রমিকরা।

কর্মবিরতির কারণে বুধবার (২৩ অক্টোবর) জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে পরীক্ষা দেয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন সিলেটে পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।

এর আগে, গত সোমবার (২১ অক্টোবর) পরিবহন সংগঠনের নেতৃবৃন্দরা এই কর্মবিরতির ঘোষণা করেন ।

পরিবহণ সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। মাত্র সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা।

৫ আগস্টের পর থেকে বন্ধ হওয়া এই টুল পুনরায় চালু করা হয়েছে। এটি বন্ধ না হলে ২৭ আগস্ট থেকে বিভাগীয় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content