জাতীয়

মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ১২:১৪:৩৩

0Shares
ফাইল ফটো

শেয়ার করুন

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রোববার (৬ অক্টোবর) জোহর নামাজের পর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে, রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারও মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content