যক্ষামুক্ত বাংলাদেশ গড়তে নাগরিকদের কিছু অভ্যাসে পরিবর্তন আনার আহবান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পবির্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বাংলা একাডেমিতে স্বাস্থ্য অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনে প্যাকেট করা খাবার না খাওয়া, প্লাস্টিকের কাপে চা-কফি কফি পানের অভ্যাস বদলাতে হবে। পাশাপাশি আবহাওয়াতে যেদিন দূষণের মাত্রা বেশি থাকবে সেদিন মাস্ক পরে বাইরে বের হওয়ারও পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি যক্ষামুক্ত দেশ গড়া সম্ভব। সেজন্য সবার অংশগ্রহণ ও সচেতনতা দরকার বলেও জানান তিনি।
পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত, তাই তাদের সুস্বাস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরতিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। স্বাস্থ্য অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ