জাতীয়

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ৩:০৫:১৭

0Shares
ছবি: সংগৃহীত

শেয়ার করুন

তৃতীয় দফায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শনিবার (৫ অক্টোবর) থেকে শুরু হবে।

বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া এ তথ্য জানান।

প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content