সারাদেশ

সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ডালিম গ্রেফতার

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৯:১৬:৫৫

0Shares

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

রাত পৌনে ২টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আদম আলী/হক_কথা


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content