সারাদেশে নির্বিঘ্নে এবারের দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এর পেছনে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ সব বাহিনী কাজ করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আনন্দ উৎসব পালন করতে যাওয়া আমাদের ব্যর্থতা। এটি স্বাভাবিক নয়। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, এই ব্যর্থতাকে এবারের মতো গ্রহণ করছি। আমরা সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে পারিনি যেখানে সমাজে একটা অংশ আনন্দ-উৎসব করবে এবং কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করবে। এটি আমদেরকে দিয়ে সম্ভব হচ্ছে না। এরকম সমাজকে নিয়ে আমরা কি করবো? এ রকম সমাজ আমরা চাই না। নির্বিঘ্নে আনন্দ উৎসব পালনে সমাজের অপর অংশ তাদের সহযোগিতা করবে। এটি পারছি না বলেই ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে আমাদের সুযোগ করে দিয়েছে।
তিনি আরও বলেন, এবারে দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশের সবাই তা উপভোগ করছে। কোনো আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই চেষ্টা করেছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ