ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালের এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়াও আহত হয়েছে আরও ১৬ জন। খবর হিন্দুস্তান টাইমস।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিলো। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিলো। ঘটনার সময় ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিলো।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ