জাতীয়

ঋণ দেয়ার নামে লোক জমায়েত, অহিংস গণঅভ্যুত্থানের নেতা আটক

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৬:০৮:৪৭

0Shares

শেয়ার করুন

শাহবাগে জনসভার পর বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।

ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে মোস্তফা আমীন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে– এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহ্বায়ককে আটক করা হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content