গাজার উত্তরাঞ্চলে দু’টি বহুতল ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০ শিশুসহ কমপক্ষে ৮৪ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১ নম্ভেবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
তারা জানায়, আবাসিক ভবন দুটিতে ১৭০ জন ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। কোনো সতর্কতা ছাড়াই ভবনগুলোতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে নির্বিচার হত্যাযজ্ঞ বলেও আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ, ওই এলাকাটিকে অবরুদ্ধ করে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফলে উদ্ধারকর্মীরা যেতে পারছে না। পাশাপাশি প্রবেশ করতে দেয়া হচ্ছে না ত্রাণ ও স্বাস্থ্য সহায়তাও।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ