ঢাকা

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ২:১০:৩৮

0Shares

শেয়ার করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত দুইজনের নাম জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলমান রয়েছে।

যৌথবাহিনী জানায়, গত মঙ্গলবার ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে মহল্লায় মিছিল করেন তারা। এ ঘটনায় ৫ জন আহত হন। ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় অভিযান চালোনো হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নাশকতাকারীদের গ্রেপ্তারে রাতভর অভিযান চলবে বলেও জানান তারা।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content