প্রতিনিধি ১ নভেম্বর ২০২৪ , ৮:০৫:২৫
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম দুর্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর কোন দেশ তাঁকে আর আশ্রয় দিচ্ছে না। আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, পৌর শাখার আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভায় একথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের জনগণ। তার বহিঃপ্রকাশ দেখা গেছে ছাত্র-জনতার আন্দোলনে। গণঅভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে।
অনুষ্ঠান শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যক্তিগত তহবিল থেকে সিরাজগঞ্জে নিহত সুমন, লতিফ, আব্দুল রশিদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেন।