প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১১:১৩:৩১
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদেরর আয়জনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সদর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন রায়,বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি সুুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উৎপল পাল প্রমূখ। এসময় বক্তারা চিন্ময় কৃষ্ণদাশের মুক্তির দাবি জানান। দাবী আদায় না হলে তাদের কঠোর কর্মসূচির চলতে থাকবে বলে হুশিয়ারি দেন বক্তরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে মিছিল শেষ হয়।
মো:রিয়াজুল ইসলাম/হক_কথা