জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আইসিসির কৌঁসুলি করিম এ খানের সাক্ষাৎ

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ২:২৪:৩১

শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খান। বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৌঁসুলি করিম খান ড. মুহাম্মদ ইউনূসকে জানান, আইসিসি প্রসিকিউটিরের কার্যালয় রোহিঙ্গা সংখ্যালঘুদের সাথে আচরণের বিষয়ে মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলন করার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে সমর্থনও জানান তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে সব আন্তর্জাতিক স্টেকহোল্ডারকে এক টেবিলে আনা হবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাখাইন রাজ্যের অভ্যন্তরে বাস্তুচ্যুত লোকদের সাহায্য এবং চলমান মানবিক সংকট মোকাবেলায় একটি নিরাপদ অঞ্চলের জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও, তাদের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক প্রচেষ্টা এবং বাংলাদেশে গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়।]


শেয়ার করুন

আরও খবর

Sponsered content