আইন-শৃঙ্খলা

প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ১:৪৮:৫৬

শেয়ার করুন

প্রধান সড়কে এখন থেকে কোনো অটোরিকশা চলবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা না চললেও ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো এসব যান চলবে। এ ছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, যেসব প্রধান সড়কে বাস চলে, সেগুলোতে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাতে আমরা একমত হয়েছি।

তিনি বলেন, নতুন করে আর কোনো রিকশা যেন রাস্তায় না নামে, সে ব্যাপারে বৈঠকে আহ্বান জানানো হয়। ঢাকার বাইরে থেকে এসব বাহন না ঢুকার বিষয়েও একমত হয়েছি।

বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। পরে গত ২৫ নভেম্বর হাইকোর্টের দেওয়া সেই আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আজ (বুধবার) আহ্বান করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content