বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। বিশেষ করে চিকিৎসক ও প্রকৌশলী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আমন্ত্রণ জানানো হয়।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব এস এম সালিমান।
রাষ্ট্রদূত সালিমান লিবিয়ায় বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে কৃষিক্ষেত্রে আরও অবদান রাখার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তিনি স্বীকার করেন। তবে চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে শিগগির এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, আমরা মানব পাচার সমর্থন করি না। এজন্য অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের একসঙ্গে কাজ করে এটি বন্ধ করতে হবে।
প্রধান উপদেষ্টা এসময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। বাংলাদেশে লিবিয়া থেকে তেল আমদানির সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন।
জবাবে রাষ্ট্রদূত সালিমান বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিমান সংযোগ পুনরায় চালুর গুরুত্বের ওপর জোর দেন। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।
সূত্র: বাসস
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ