প্রতিনিধি ১ নভেম্বর ২০২৪ , ৮:১৮:২৯
ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের যে সুযোগ দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এটিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না-এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাসান আরিফ বলেন, প্রকৃতি নয় বৈষম্য মানুষই তৈরি করেছে। মানুষের তৈরি এই বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে। কলুষমুক্ত চিত্তের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়তে হবে। ছাত্র-জনতা যে প্রত্যাশা নিয়ে দেশকে বৈষম্যহীনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে, তা পূরণ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সময়ে বৈষম্য বাড়তে দেখেছি। সমাজ বা রাষ্ট্রে যে সকল বিষয়ে বৈষম্য রয়েছে তা দূর করতে কাজ করছে সরকার। সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করা হবে। আগামীতে যেই সরকার গঠন করবে তারাও যাতে এই ধারা অব্যাহত রাখে