প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৪:১৬:৫৯
নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরায় জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকাল ৪টায় সখিপুর মোড় থেকে পারুলিয়া কদবেলতলা পর্যন্ত ঘন্টাব্যাপী দীর্ঘ এই মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করে।
এসময় মানববন্ধনের বিভিন্ন ব্যানারে অতি জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কাজ শুরু করার আহবান জানানো হয়। মানববন্ধনে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবে আমির মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী সেক্রেটারি সোলাইমান গাজী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইসরাইল আশেক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, জিয়াউর রহমান, সাংবাদিক রাজু আহম্মেদ প্রমুখ।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে বৈষম্য দুর করে অবিলম্বে রাস্তাটি সংস্কার করার আহবান জানান। অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা না হলে রাস্তা অবরোধসহ আরো কর্মসূচী নেয়া হবে বলে তারা জানান।
মোঃ রিয়াজুল ইসলাম/হক_কথা