সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার দেবহাটার সখিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল ও দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের তিলকুড়া মৌজার বিআরএস ৯০ নং খতিয়ানের ২৫৭ দাগের ৩ শতক জমি নিয়ে আব্দুল গফফারের সাথে পার্শ্ববর্তী মৃত তফিলউদ্দীনের ছেলে আইয়ুব আলী গাজীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ৫ অক্টোবর ২৪ ইং তারিখে বিবাদী আইয়ুব আলী গং গোলযোগকে কেন্দ্র করে গফফারের স্ত্রী মরিয়ম খাতুন ও ছেলে হোসাইন গাজীকে মারপিট করে। এঘটনায় গফফারের বড় ছেলে হাসানুর জামান বাদী হয়ে সাতক্ষীরার "বিজ্ঞ আমলী আদালত নং-০৭" এ সিআর- ২৫৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে উক্ত মামলা দেবহাটা থানায় রেকর্ড করা হয়। যার নং- ১৮৭৫(৩)১, তাং- ১২/ ১০/২৪ ইং। এছাড়া গফফারের স্ত্রী মরিয়ম খাতুন সাতক্ষীরার "বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত" এ ১৫/১০/২৪ ইং তারিখে পি-১৮৮৬/২৪ (দেব) একটি ১৪৫ ধারায় মামলা করে। এবিষয়ে থানা থেকে নোটিশ দিলেও সে নির্দেশনা অমান্য করে আইয়ুব দিং ৪ নভেম্বর সকালে পাকা ঘর নির্মান করতে থাকে। বিবাদীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক কারো কথা না শুনার কারনে গত ০৬/১১/২৪ ইং তারিখে গফফারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে "বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত" সাতক্ষীরাতে ১৪৫ ফৌঃকাঃবিদির ১৮ ধারায় আরো একটি মামলা করে। যার নং- পিঃ ১৮৮৬/২৪ (দেবঃ)। একথা জানতে পেরে বিবাদীরা রবিবার ১০ নভেম্বর সকালে গফফারের বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করে দেয়। যার কারনে তাদের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে গেছে। বিষয়টি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মো:রিয়াজুল ইসলাম/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ