সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ১২:৫৬:৩৬

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর বিকাল ৩টায় পারুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শুরুতে একটি সমাবেশ পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, শ্রমিকদলের নেত্রী ইউপি সদস্যা সাজু পারভিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন প্রমুখ।

সমাবেশে বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিশাল এক শোভাযাত্রা পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মো:রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content