সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে  নিহত ০১

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৪:০০:৫২

0Shares

শেয়ার করুন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের গাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষী কান্ত  মন্ডল (৫৭)নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে।একই সময় আহত হয়েছে মহেন্দ্রে থাকা ৬যাত্রী। নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা  বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল,  কবিতা মন্ডল , মনীষা, সীতা মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের গাজিরহাট বাজারের ডেল্টা ফিস ফ্যাক্টরির সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে নিহত লক্ষী কান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান,  কালিগজ্ঞ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬জন মহেন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালিগজ্ঞ সড়কের গাজিরহাট এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে পড়ে ৬জন শুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্তায় ভাই লক্ষীকান্তের মৃত হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।

দেবহাটা থানার উপ পরিদর্শক  সুজন তালুকদার  সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,  ঘাতক বাস সহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

 

মো:রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content