প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৩:৪৮:০১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক মাধ্যমের আলোচনায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক। তাঁর এই পোস্টের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন।
‘বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত’—এমন শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘পূর্বাভাস: ডরাস ক্যা জিহাদি ভাই? ফাঁসি তো খুবই মামুলি জিনিস—তা হয় কারাগারের অভ্যন্তরে। কেউ স্বচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। ভালো কথা ‘জম তুপি’ পইড়া আমাগো ‘মজা’ নষ্ট করিস না মামা। এনকেলাপ ঝিন্দাভাত।’’
এই পোস্টের পর মাকসুওদকে নিয়ে সমালোচনা শুরু হয়। ভাইরাল হয়ে যায় পোস্টটি। মন্তব্যঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন!’ চলে তর্কাতর্কি।
পরে পোস্টটি ফেসবুকের টাইমলাইনে আর পাওয়া যায়নি। তবে মাকসুদ বলছেন গণহারে রিপোর্টের ফলে ফেসবুক সেই পোস্ট মুছে ফেলেছে। বলেন, ‘‘শুভ সকাল। ডরাই নাই! পোস্টটি আমি না ফেসবুক ‘রিপোর্ট’-এর ঠেলায় ‘রিমুভ’ করসে।’’
জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান তার ফেসবুক আইডিতে প্রতিবাদ করে লিখেন”এই মাকসুদরা স্বৈরশাসক হাসিনার গুম,খুন,গনহত্যা বা গনতন্ত্রের গলা টিপে হত্যার সময় নিরব ছিল।এরা এখন সুশীল হতে চায়।তাও রক্তের দাগ লেগে থাকা একটি দলের পক্ষে।এরা দেশ ও জনতার শত্রু এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি”।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিবাদ করেন মানুষ।
১২ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লেখেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’ এরপরই তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরের শিরোনাম হন তিনি।