প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৯:১৮:৫২
আজ ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিতে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল। পাল্টে গিয়েছিল দেশের রাজনীতির গতিধারা।
১৬ বছর আওয়ামী লীগের সময় দিনটি উদযাপন করতে পারেনি বিএনপি। এবার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কেন্দ্রীয় ঘোষণার পরিপ্রেক্ষিতে জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম ২নং গেইট,বিপ্লব উদ্যানের সৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে র্যালী করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স উত্তর চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ শাহাদাত হোসেন,সাধারন সম্পাদক মেহেরাজ হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ অপু,সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।