কূটনীতিক সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১:৫৫:১০

0Shares

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।

চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিথিরা রাত সাড়ে সাতটায় আসেন এবং ৮টা ৫০ মিনিটের দিকে বের হয়ে যান।

এ ছাড়া চীনের পক্ষে থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্য দেয়ালচিত্র উপহার দেওয়া হয়।

এর আগে, যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content