প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৯:৩১:৫৭
জিয়া সাইবার ফোর্স “চট্টগ্রাম জেলা (দক্ষিণ)” শাখার ৪৩ (তেতাল্লিশ) সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান মোহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) এর সমন্বয়ে অনুমোদন করা হয়েছে।
উক্ত কমিটিতে মো: কামাল হোসেন কে সভাপতি,মো:জালাল উদ্দিন ছোট কে সিনিয়র সহ-সভাপতি,মো:জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক,সামশুল আরেফিন মাসুদ কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,মো: জিয়াউর রহমান কে সাংগঠনিক সম্পাদক,মো:ওসমান আহমেদ শান্ত কে দফতর সম্পাদক ও সোহাগ কে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটি প্রদানকালে কেন্দ্রীয় নেতাগন বলেন,২০১৫ সালের মার্চ মাসে দেশ ও দলের ক্রান্তি কালে জিয়া সাইবার ফোর্স এর পথ চলা।জিয়া সাইবার ফোর্স অন-লাইন সংগঠন।অন-লাইন আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন এর অপপ্রচারের বিরুদ্ধে,বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, দলীয় সকল কর্মকান্ডসহ দলীয় ইতিহাস তুলে ধরাই আমাদের মূল কাজ।
শুধু অন-লাইন নয় আমরা এখন অফ-লাইলেও শক্তিশালী।সমাজ ও দেশের মানুষের সুবিধা অসুবিধা,নৈরাজ্য তুলে ধরতে হবে।
আপনারাই সংগঠন কে আজকে এখানে এনে দাড় করিয়েছেন।আশা করি জিয়া সাইবার ফোর্স আপনাদের মাধ্যমে আরও এগিয়ে যাবে।
সকলে ঐক্য বদ্ধ থেকে কাজ করতে হবে।দেশ ও দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্স কে দক্ষিণ চট্টগ্রামে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।