পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ