প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৪:৪৮:৫৪
ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, লেবানন ও ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল মানবতাবাদী রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়লি বাহিনী। তাদের বোমা হামলা থেকে নারী-শিশু-বৃদ্ধ, ছাত্র-শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছেন না। যুদ্ধের সকল নিয়ম-নীতি ভূলুণ্ঠিত করে ৪৪ হাজারের অধিক বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা এবং ১ লাখ ৫ হাজারের অধিক মুসলিমকে আহত করেছে ইসরায়েলি বাহিনী। যাদের অধিকাংশই নারী ও শিশু।
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।