রাজনীতি

ফ্যাসিবাদকে যারাই প্রমোট করবে তাদের বিরুদ্ধে লড়াই: হাসনাত

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৭:২৫

0Shares

শেয়ার করুন

ফ্যাসিবাদকে যারাই প্রমোট করবে তাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ আর কোনোরূপে ফিরতে দেওয়া হবে না। কখনই আপসে নয়, কথা হবে রাজপথে।

 

তিনি বলেন, ৫ আগস্ট যেসব সেনাবাহিনীর অফিসার ও সৈনিক কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে ছাত্রজনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন তাদের প্রতি আমরা দায়বদ্ধতা অনুভব করি। আপনারা নিশ্চিত করবেন, ক্যান্টনমেন্টে বন্দি ৬২৬ জনকে ভারতে পালিয়ে যেতে কারা সহায়তা করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, সিরিয়াতে ৫২ বছর পর যা ঘটেছে, বাংলাদেশে তা ১৬ বছরে ঘটেছে। বাংলাদেশে আসাদ নামক এই ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে। ২৪ পরবর্তী বাংলাদেশটা গড়তে চাই তাহলে একসঙ্গে গড়তে হবে।

 

ভারতীয় মিডিয়ার অপ্রচার নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতীয় ও পশ্চিমা মিডিয়াগুলোতে যেসব থ্রেট করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রোপাগান্ডা সেল চালাতে হবে।

 

পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে। আমরা যখন পিলখানায় কথা বলছি, এই মুহূর্তে মাদার অব টেরর ভারতে বসে জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content