প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৪:১৭:৫১
বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল, তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে।
তিনি বলেন, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু ভারতে ধর্মীয় বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি। বাংলাদেশ কারো জন্য হুমকি নয়। তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারো নেই। আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এরপর মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।
সংগঠনের সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- গণ ফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, ধর্ম বিষয়ক সম্পাদক অম্ল দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু প্রমুখ।