সারাদেশ

মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের রাস্তার বেহাল দশা

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১:১২:০৭

0Shares

শেয়ার করুন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন। ইউনিয়নের গ্রামীণ সড়কের বেশ কিছুই বেহাল দশা। জোগেস চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ হতে প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দ ও মাটির রাস্তা অথচ জগদীশপুর ভূমি অফিসের রাস্তা ঢালাই করা।

রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া জগদীশপুর, সন্তোষপুর গ্রাম,জগদীশপুর, চা বাগান ও বয়কন্ডুপুর চা বাগান পারি বাগানের শ্রমিক,এলাকার মানুষসহ ছাত্র ছাত্রীগন চলাচল করেন।রাস্তার বেহাল দশার কারনে কোন যান চলাচল করতে পারে না।যা এলাকাবাসী ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য চরম দূর্ভোগের।

ভূমি অফিসের রাস্তার শেষ অংশ।জোগেস চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ রাস্তা শুরু

একজন পথচারী হক কথাকে জানান,বৃষ্টি হলে এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠে।বর্ষাকালে রাস্তায় পানি উঠে আরও দূর্ভোগ বাড়িয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা রমিজ ইসলাম বলেন,এলাকার বেশীর ভাগ মানুষ বিএনপি করে বলেই এ রাস্তার করুন দশা। ইউপি চেয়ারম্যান মাসুদ খান (আওয়ামী লীগ) পন্থী বলে জানান স্থানীয় বাসিন্দা রমিজ ইসলাম।

জোগেস চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন রাস্তা যেটা বেশী জরুরী সেটা বাদ দিয়ে ভূমি অফিসের রাস্তা করার কারন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্দা রায় এর বাবার বাড়ী উক্ত ভূমি অফিসের পাশ দিয়ে হওয়ায় তার নির্দেশেই এ রাস্তা ঢালাই করে জরা হয়।ইটের সলিং রাস্তা পাকা হয়।অথচ এই রাস্তা মাটি মাটিই রয়ে গেছে।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ খান সাহেবের সাথে ফোনে কথা বলতে চাইলে তিনি কথা বুঝেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।পরবর্তিতে ফোন করলে আর ধরেননি।

এলাকাবাসী দৈনিক হক কথার মাধ্যমে দাবী জানান উক্ত রাস্তা মেরামত করে দিলে দীর্ঘ ৫০ অবহেলিত এলাকাবাসী শান্তি পেতো।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content