সাতক্ষীরা প্রতিনিধি:আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে 'বঞ্চিত মানুষের সহযাত্রী' স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে 'সাতক্ষীরা ভিশন' নিউজ পোর্টালের সহযোগী সংগঠন 'স্বজন'। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করবে।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে সাতক্ষীরা ভিশন কার্যালয়ে 'স্বজন' এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি শেখ আলতামুন, সহ-সভাপতি মিজানুর রহমান ও মুনসুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান ও সরদার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য নাজমুল আলম মুন্না, রফিকুল ইসলাম, ইবাদত হুসাইন, দ্যুতি দীপন বিশ্বাস, ইদ্রিস আলী, কোহিনুর ও নুসরাত জাহান।
কমিটি গঠন শেষে আগামীতে বঞ্চিত মানুষের পাশে থেকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।
আদম আলী/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ