সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় দরদির আয়োজনে তারুণ্য সেমিনার, র‌্যালী ও লিফলেট বিতরণ

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৬:৫১:০৯

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরার দেবহাটায় দরদির আয়োজনে তারুণ্য সেমিনার, র‌্যালী ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির আয়োজনে মাদক, অনলাইন জুয়া আর সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতন করতে,”২৪-এর তারুণ্যের দেশ গঠনের করণীয় ও উন্নয়ন ভাবনা শীর্ষক”– দরদি তারুণ্য সেমিনার-২০২৪ সোমবার সকাল ১১টায় সখিপুর সরকারী কেবিএ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ও দরদির কার্যনির্বাহী উপদেষ্টা উপ-সচিব মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দরদির সাংস্কৃতিক উপদেষ্টা ও সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার ডিডি সন্দীপ কুমার দাস। দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক ও দরদির নীতিনির্ধারণী পর্ষদ সদস্য ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া গালর্স স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোটার রবিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ। শেষে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়।

মে: রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content