প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৫:০১:৪৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ড. ইউনূসের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংস্কার কমিশন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার, পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি ছাত্রদের কাছ থেকেই শুনতে চেয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্কে দেশের সম্মান যাতে বজায় থাকে তা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, হিন্দুরদের স্বার্থ একমাত্র আওয়ামী লীগই রক্ষা করেছে, এমনটা ভেবে থাকলে ভুল ভাবছেন। তাদের হাতেই ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করবো।
আওয়ামী লীগের আমলে ভারতের সাথে গোপন চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, সেইসব চুক্তিগুলো প্রকাশ করতে হবে।