জাতীয়

৩ পার্বত্য জেলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৯:৫০

শেয়ার করুন

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিন পার্বত্য জেলা ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই হালনাগাদ সতর্কবার্তা জারি করে দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দফতর।

এতে বলা হয়, বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। বিশেষ করে এই জেলাগুলোর দূরবর্তী এলাকায় এসব ঘটনা ঘটছে। তাই পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, বিদেশী নাগরিকদের চলাচলের এলাকাগুলোতে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশেও এই হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে, যাদের ইসলাম পরিপন্থী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা রয়েছে।

পার্বত্য এই তিন জেলার পরিস্থিতি যুক্তরাজ্য ক্রমাগত পর্যবেক্ষণ করছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content