বিগত সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে দলটির গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সারাদেশে গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার পরে সারাদেশে একযোগে দলটি এ কর্মসূচি পালন করবে। এর আগে, এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুমা সারাদেশে ছাত্রশিবিরের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে সবাইকে অংশ নিতেও আহ্বান করেছে সংগঠনটি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ