নাগরিক প্রতিবেদন

কুয়েটে ছাত্রদের ওপর হামলাকারী কারা এরা?

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩২:২৬

শেয়ার করুন

সাধারণ ছাত্রদের সা‌থে ছাত্রদ‌লের সংঘর্ষ চলাকা‌লে অস্ত্র হা‌তে কিছু যুবক‌কে দেখা গে‌ছে। এ‌দের প‌রিচয় তাৎক্ষ‌নিকভা‌বে নি‌শ্চিত হওয়া না গে‌লেও তারা ছাত্রদের ওপর বেশ মারমু‌খি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের কয়েকজনকে ধরালো অস্ত্র হাতে দেখা গেছে। এরকম কিছু ছ‌বি সোশ্যাল মি‌ডিয়ায় ই‌তিম‌ধ্যে এ‌সে‌ছে। ছবিতে দেখা যায়, একজনের মুখে গামছা পেচানো এবং হাতে ধারালো রামদা। আরেকটি ফুটেজে দুজনকে হাতে ধারালো চাইনিজ কুড়াল, অপরদিকে দেখা গেছে একজন উপরে ইশারা করছে ধারালো অস্ত্র হাতে।

কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় আজ। পরে নগরীর রেলগেট, তেলিগাতিসহ আশ-পাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী, ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। কুয়েটে মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে, এবং গুরুতর আহতদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ফুলবাড়িসহ আশপাশের এলাকায় মোতায়ন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা, নৌ, র‌্যাব, বিজিবি ও পুলিশ।
এঘটনার প্রতিবা‌দে মঙ্গলবার রাতে শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content