নাগরিক প্রতিবেদন

পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৮:৪০

শেয়ার করুন

ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বদলের ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পাল্টে গেল।

এখন থেকে বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম হবে ‘যমুনা সেতু’। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে বলা হবে ‘কর্ণফুলী টানেল’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ ও বঙ্গবন্ধু সেতু নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এই দুইটি স্থাপনা নাম পরিবর্তন করল সরকার। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content