সারাদেশ

ফেনীর জনসভা সফল করতে জেলা বিএনপি’র সদস্য সচিবের কিছু নির্দেশনা

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:২৯:৪২

শেয়ার করুন

আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতন্ত্রের যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ফেনী জেলা বিএনপি’র উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভাটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬-০২-২০২৫ইং রবিবার বেলা ২ ঘটিকা থেকে। অনুষ্ঠানস্থল ফেনী মিজান ময়দান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
জনসভা সফল ও সুশৃঙ্খল করতে ফেনী জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ফেসবুক পোষ্টের মাধ্যমে কিছু নির্দেশনা দিয়েছেন।

ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

📢 ফেনী মিজান ময়দানে বিশাল জনসভা 📢

আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি , রবিবার , দুপুর ২ ঘটিকায় , ফেনী জেলা বিএনপির আয়োজনে মিজান ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ।

🔹 প্রধান অতিথি:
বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ ।

🔥 লক্ষ লক্ষ মানুষের ঢল , গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার ।

এই জনসভায় ফুলগাজী , পরশুরাম , ছাগলনাইয়া , সোনাগাজী , দাগনভূইয়া , ফেনী সদর , ফেনী শহরসহ ফেনী জেলার প্রতিটি অঞ্চল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন ।

🚍 পরিবহন ও সমাবেশে যোগদানের নির্দেশনা

✅ পূর্ব ও মধ্যাঞ্চল ছাগলনাইয়া , ফুলগাজী , পরশুরাম ও সদরের উত্তর অঞ্চলের সকল পরিবহন জি .এ একাডেমি স্কুল মাঠে অবস্থান করবে ।

✅ সোনাগাজী উপজেলা ও ফেনী সদর দক্ষিণাঞ্চল থেকে আগত পরিবহনের নির্ধারিত পার্কিং এলাকা দাউদপুর ব্রিজের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধা অফিসের সামনে ।

✅ দাগনভূঞা উপজেলা ও সদরের পশ্চিমাঞ্চল থেকে আগত পরিবহনের নির্ধারিত পার্কিং এলাকা এস এস কে রোড ওয়াপদা মাঠ ।

✅ ফেনী সদর উত্তরাঞ্চল নির্ধারিত পার্কিং এলাকা ডিসি অফিসের উত্তরের সড়ক ।

🚫 ফেনী মিজান রোডে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করতে পারবে । অন্য কোনো গাড়ি অনুমোদিত নয় ।

⚠️ বিশেষ নির্দেশনা

🔹 জনসভায় অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখতে হবে ।
🔹 ব্যানার ও ফেস্টুন সাটানো যাবেনা ।

👉 গণতন্ত্রের স্বপক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে এগিয়ে যাই ।

বিনীত ,
আলাল উদ্দিন আলাল
সদস্য সচিব ,
ফেনী জেলা বিএনপি.

🔔 বিশেষ অনুরোধ:
✔️ জনসভার সফলতা নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content