খেলাধূলা

ফেনীর মঙ্গলকান্দিতে “শহীদ জিয়ার স্মৃতি স্মরণে” মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০১:১৩

শেয়ার করুন

আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি:ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দিতে “নবজাগরণ স্পোর্টিং ক্লাব” এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতি স্মরণে আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

খেলার পূর্ব মুহূর্তে জাতীয় সংগীত গাওয়ার মুহূর্ত।

নব জাগরণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব দাউদুল ইসলাম মিনারের সভাপতিত্বে ও উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চ্যাম্পিয়ন দল মুন্না একাদশকে ট্রফি প্রদানকালে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জনাব গাজী হাবিবুল্লাহ মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ফেনী জেলা তাঁতি দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ, ফেনী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আবুল কালাম আজাদ স্বপন, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মন্জুর সবুজ, নবজাগরণ স্পোটিং ক্লাবের সভাপতি কাজী মিলন, ঐক্যবদ্ধ প্রবাসী ফোরাম বিএনপি’র সিনিয়র সাধারণ সম্পাদক কাওছার আহমেদ পারভেজ ও নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, ঐক্যবদ্ধ প্রবাসী ফোরাম বিএনপি’র সাধারণ সম্পাদক, সোনাগাজী উপজেলা জিয়া সাইবার ফোর্স এর যুগ্ন আহ্বায়ক জনাব নুরুল আফছার (মাষ্টার) সহ প্রমুখ।

খেলার একটি টানটান উত্তেজনার মুহূর্ত।

ফাইনাল খেলাটিতে অন্তত ৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনেকে এই ম্যাচটিকে জেলার মধ্যে স্মরণকালের সেরা ফাইনাল ম্যাচ হিসেবে অভিহিত করেছেন।
এত জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ কোন সফল ফাইনাল ম্যাচ ফেনী জেলার মধ্যে আঞ্চলিকভাবে আর অনুষ্ঠিত হয়নি বলে অনেক দর্শক তাদের মনেরভাব প্রকাশ করেছেন।

ফাইনাল খেলার সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content