প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৩২:৪৩
আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি:ফেনীর সোনাগাজীতে গৃহবধুকে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে উহা প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেইলিং করে ৫৮ লাখ টাকা আদায়ের অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
উপজেলার চর সাহাভিকারী গ্রামের একজন গৃহবধুকে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে উহা প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘ চার বছর যাবত ব্লাকমেইলিং করে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তি হচ্ছে একই গ্রামের নুসাইপা গিফ্ট কর্ণার এন্ড স্টুডিও এর পরিচালক জাকির হোসেন শুভ (২৭), পিতা-মোবারক হোসেন মোল্লা মিয়া।
উক্ত আসামী সহ মামলার অন্যান্য আসামীগণ মোবাইলের আপত্তিকর ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইতোপূর্বে কয়েকধাপে নগদ টাকা ও ৮ ভরি স্বর্নলংকার হাতিয়ে নেয় এছাড়াও উক্ত আপত্তিকর ভিডিওগুলো গৃহবধুকে দেখিয়ে তাকে একাধিকবার ধষর্ণ করে। এভাবেই গৃহবধুর স্বামীর প্রবাসে অর্জিত সমস্ত টাকা, বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে গৃহবধুর মাধ্যমে ঋণ নিয়ে প্রায় ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করে।
সম্প্রতি আসামীগণ পূনরায় গৃহবধুকে ব্লাকমেইল করে আরো ১৫ লক্ষ টাকা দাবী করলে গৃহবধু উক্ত টাকা দিতে না পেরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। অতপর গৃহবধু ০৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। উক্ত মামলার প্রেক্ষিতে আসামী জাকির হোসেন শুভ (২৭)কে গতকাল রাত ১০:১৫ ঘটিকায় চর সাহাভিকারী গ্রামস্থ তার দোকানের সামনে থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
এ সময় তার নিকট হইতে ০১টি মোবাইল ফোন, ০২টি সীম, ০১টি ট্যাব, ০২টি হার্ডডিক্স ও ০১টি পেনড্রাইভ উদ্ধার করে যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় বলে সোনাগাজী মডেল থানা নিশ্চিত করে।