সারাদেশ

বগুড়ায় যুবদল নেতা রাশেদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৭:৪৩

শেয়ার করুন

জিয়া সাইবার ফোর্স বগুড়ার সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও যুবদল নেতা মোহাম্মদ রাশেদ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখা এ কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলার সভাপতি মো. মোসলেম উদ্দিন স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মোশারফ হোসেন চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা খান, জেলার সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আবু নাঈম, সোনাতলা উপজেলার সহ-সভাপতি পিন্টু মন্ডল, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক শাওন মিয়া, মহিলা দল নেত্রী নাসরিন আক্তার চৈতি, যুবদল নেতা বাবুল মিয়া, ছাত্রদল নেতা আল-আমিন সনি প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘রাশেদ ছিলেন জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি গত ১৫ বছর শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত রাশেদ সোনাতলা উপজেলায় আন্দোলন চালিয়ে গেছেন। আমি তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দ্রুত সময়ের মধ্যে রাশেদ হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content