রাজনীতি

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে: দুদু

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৭:০৭

0Shares

শেয়ার করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্ত্বরে জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে একথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই। এ বছরই নির্বাচন হবে, এ বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এ বছরই ধানের শীষ জয়লাভ করবে। কোনো সংশয় থাকবে না, ইনশাআল্লাহ।

ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ-অভ্যুত্থান করেছেন তা কিন্তু না। ’৯০-এ আমরাও গণ-অভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি-মন্ত্রী হয়েও আমরা এখনো যে গাড়িতে চড়তে পারিনি, আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়কেরা কোনো চাকরি করেন না, ব্যবসা করেন না। তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ণ টাওয়ারের ফ্ল্যাট নেওয়ার টাকার উৎস আপনাদের কোথায়?

জামায়াতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, বিএনপি কিন্তু একজনকেও নমিনেশন দেয়নি। কোনো এক‌টি দল সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে। তখন উপস্থিত নেতা-কর্মীরা জামায়াত জামায়াত বলে উত্তর দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লেন, আজকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা বলছেন এত তাড়াতাড়ি নির্বাচন কেন? তখন দুদু প্রধান উপদষ্টার প্রতি ইঙ্গিত ক‌রে প্রশ্ন রেখে বলেন, আপনার কাজটা কী? ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেননি। ৬ মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে, তা বাড়াতে পারেননি। লক্ষ লক্ষ মানুষ বেকার।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content