জসিম তালুকদার,চট্টগ্রাম প্রতিনিধি:বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী সংসদের সাধারণ সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ( ২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি, প্রধান শিক্ষক বরইতলী সপ্রাবি মুহাম্মদ আশেকুর রহমান চৌধুরী, উপদেষ্টা মো: ফারুক আজম- প্রশি পূর্ব জলদী সপ্রাবি। উপদেষ্টা, সাগরিকা দাশ প্রশি জলদী ভাদালিয়া সপ্রাবি। সিনয়র সহ-সভাপতি, জসিম উদ্দিন, প্রশি পঃ চাম্বল ডেপুটিঘোনা সপ্রাবি। সহ-সভাপতি- আবুল বশর জিহাদী প্রশি শীলকূপ সপ্রাবি। যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার- প্রশি- মধ্যম মনকিচর সপ্রাবি। সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রশি (ভারপ্রাপ্ত) ইলশা বোর্ড সপ্রাবি। অর্থ সম্পাদক, মাহফুজুর রহমান চৌধুরী- সশি- চাম্বল সপ্রাবি। মোহাম্মদ শাহজাহান-সহ সম্পাদক, সহকারী শিক্ষক,
পুইছড়ি মকছুদা খাতুন সপ্রাবি। মো: গিয়াস উদ্দিন সহকারী শিক্ষক -দঃ নাপোড়া সপ্রাবি।
উক্ত সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন- আবদুল মাবুদ সশি জলদী কেয়াং সপ্রাবি এবং গীতা পাঠ করেন- অনিক দত্ত জিশু- সশি- মাস্টার নজির আহমদ সপ্রাবি। সভা শেষে বাংলাদেশ স্কাউটস বাঁশখালী উপজেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবু নোমান, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী ও
গ্রুপ সভাপতি, করিমুন্নেছা বাপ্পীকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
কার্যকরী সংসদের দুই তৃতীয়াংশ পদস্থ সদস্যের উপস্থিতিতে ও নেতৃবৃন্দের বিশদ আলোচনা সহ ঝিমিয়ে পড়া সংগঠনকে আগামীতে শিক্ষক স্বার্থে কাজ করার ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করা হয়।
হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ