ঢাকা

টঙ্গীতে মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩২:১৬

শেয়ার করুন

গাজীপুর টঙ্গীতে মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও ৫৪ নং সর্বস্তরের সাধারণ জনগন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ড মোল্লাবাড়ী রোড বালির মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

শান্তি শৃঙ্খলা পরিষদ সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. হাতেম মাষ্টারের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টঙ্গীতে তথা ৫৪নং ওয়ার্ডে নিরীহ মানুষের উপর জুলুম, নির্যাতন ও অত্যাচার, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা মাদক সন্ত্রাস আমরা সহ্য করবেনা । সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী,চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের নির্মূল করতে হবে।

পতিত আওয়ামী লীগ সন্ত্রাসী এখনও আমাদের দলের ভিতর অনুপ্রবেশ এর চেষ্টা করে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে কোন অনুপ্রবেশকারী দলের ভিতর যেন জায়গা না পায়। দলের ভিতর প্রবেশ করে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি করতে না পারে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। আমাদের দলের ভিতর কেউ যদি মাদক, সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাকে তৎক্ষনাৎ দল থেকে বহিষ্কার করা হবে। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে আমাদের সকলকে ঐক্যবদ্দ থাকতে হবে

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদিজা আক্তার বিনা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা দল, তাইজুল ইসলাম স গাজীপুর মহানগর তাঁতীদল সভাপতি, আমির হোসেন বেপারী সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল, শেখ মোহাম্মদ শামীম রেজা সাবেক প্রচার সম্পাদক ছাত্রদল টঙ্গী সরকারী কলেজ ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, জালাল খলিফা সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা কৃষক দল, হেমায়েত উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ৫৪ নং ওয়ার্ড বিএনপি, তৈয়ব আলী হাওলাদার সাবেক সহসভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি, হালিমা আক্তার সুমি ৫৪ নং ওয়ার্ড মহিলা দল, মাওলানা আবু বকর সভাপতি খেলাফত মজলিস গাজীপুর মহানগর, হাজী বেলায়েত হোসেন সাবেক ছাত্র দল নেতা, ইব্রাহিম খলিল সভাপতি নোয়াখালী সমিতি টঙ্গী পশ্চিম থানা, ইব্রাহিম খলিল বাধন সহসভাপতি টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল, শাহীন হোসেন সাবেক ছাত্র নেতা, ফজলুল হক হাওলাদার সাবেক সভাপতি নিরাপত্তা পরিষদ, হযরত আলী মাতবর, জাহাঙ্গীর আলম, আবু বকর মাষ্টার, বাবু, মনির, কামাল মন্ডল, লিটন, সোহেল খলিফা।

অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ৫৪ নং ওয়ার্ড সর্বস্তরের জনগন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content