সাহিত্য

বিশ্বাস ঘাতক জীবনের চরম শত্রু : জসিম তালুকদার

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৩:৫২

0Shares

শেয়ার করুন

বিশ্বাস ঘাতক জীবনের চরম শত্রু। সেটা বন্ধু হোক বা জীবনসঙ্গিনী। বিশ্বাসঘাতকতা সম্পর্কে একটি কঠিন বিষয়, এটি কাউকে খুব গভীরভাবে আঘাত করতে পারে। বিশ্বাসঘাতকতা এমন একটি বিষয় যা আমাদের মধ্যে অনেকেই কোনও না কোনও সময় এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

এই পৃথিবীতে কারো উপর খুব বেশি নির্ভর করবেন না কারণ আপনি অন্ধকারে থাকলে আপনার নিজের ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে।

বর্তমান ধারণার চেয়ে মজবুত কোনো ধারণা যদি চিত্তকে নাড়া দেয় তবে মানুষ বিশ্বাস পাল্টায়।
কিন্তু একটি বিশ্বাস ছেড়ে আরেকটি বিশ্বাসে বিশ্বাস করলে জ্ঞান বাড়ে না।
জানার জন্য প্রয়োজন অনুসন্ধান। আর অনুসন্ধান শুরু হয় ‘জানি না’ বোধ থেকে।
যারা বিশ্বাস করে তারা যেমন অনুসন্ধান করে না তেমনি যারা বিশ্বাস করে না তারাও অনুসন্ধান করে না।
সুতরাং, গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আমরা বিশ্বাস করব নাকি জানব?
মানুষের জ্ঞানেন্দ্রিয় আছে, বিশ্বাসেন্দ্রিয় নেই।
বিশ্বাস হলো আশা ও ভয়। মন যদি আশা ও ভয়মুক্ত না হয়, তবে অনুসন্ধান করতে পারে না।বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়েই বাস করে ধারণার জগতে।

লেখক: চিকিৎসক ও মুক্তচিন্তক,
নিবাস: বাঁশখালী উপজেলা, চট্টগ্রাম।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content