যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান। এতে বেশ কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
জানা যায়, পাইলটসহ দুই আরোহী ছিলেন বিমানে। স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি। পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর হয় বিধ্বস্ত। এখন উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি । মেঘলা আবহাওয়া ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বুধবারই ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সাথে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। পটোম্যাক নদীতে পড়ে দু’টি উড়োযানই। ৬৭ আরোহীর মধ্যে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ