নাগরিক প্রতিবেদন

কাটবেন কি শাহবাগীদের পাখনা!

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৫:২৩:৪৫

শেয়ার করুন

মো:আলম খন্দকার: শাহবাগীদের মারামারিতে সাদা পরী, গোলাপী পরী দেখে যারা মজা নিতেছিলেন এইবার থামেন। এইসব বাটারফ্লাই উইংস কোনো যা তা জিনিস না—এগুলো হচ্ছে Gay Angel Wings! এলজিবিটি প্রাইডে সমকামী পুরুষরা এইসব সাদা-গোলাপি বাটারফ্লাই উইংস পরে যৌন স্বাধীনতার প্রতীক হিসেবে।ধর্ষণবিরোধী আন্দোলনে Gay Angel Wings এর কাজ কি? এই আন্দোলনে যৌন স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি তুললো কারা? প্রতিটা পাবলিক-প্রাইভেট ভার্সিটি থেকে ধর্ষণের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছিলাম সবার আগে, আমাদের এই আন্দোলন নষ্ট করলো কারা?


শাহবাগে পুলিশ পিটানোতে কারা ছিল আর বুঝার বাকি নাই। বাম, এলজিবিটি, লিবারেল, ছাত্রলীগ, আওয়ামী লীগ সব একসাথে হইতেছে আবার। সমন্বিত নাম: ‘শাহবাগী’।
যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সমকামী হিসেবে দেখতে না চান, ইসলামবিদ্বেষী মুরতাদ প্রজন্মের অংশ হইতে দিতে না চান, দেশে আবারো আওয়ামী দুঃশাসন ফেরত আসতে দেখতে আগ্রহী না হন তাইলে এখনই এই শাহবাগীদের গোড়া থেকে পাখনা কেটে দেওয়ার ব্যবস্থা করেন। যেখানেই খুঁজে পাবেন, সেখানেই কেটে দেবেন।প্রশ্ন জাগে::: মাহফুজ আলম সহ কিছু উপদেষ্টা কি ধর্ষণ বিরোধী বিক্ষোভ কে ভিন্ন খাতে প্রবাহিত করতে,,এই সমকামীদের মাঠে নামিয়েছে?? আমেরিকার দেওয়া বামপন্থীদের টাকায়?আবার ছাএদের নতুন রাজনৈতিক দলে, নাগরিক পার্টি ফ্যাসিবাদী সমকামী, নারীদের পোশাকের স্বাধীনতা দাবি করা ন*ষ্টা এক্টিভিস্ট এ ভরপুর সন্দেহ হচ্ছে?
মাননীয় প্রধান উপদেষ্টা ডাঃ ইউনূস সরকার কি ফ্যাসিবাদী হাসিনার পথেই হাঁটছে?
কাটবেন কি শাহবাগীদের পাখনা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content